ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ রবিবার সকাল ১০ টায় প্রতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াররা অংশ গ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার উদ্ধোধন করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন্ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, সহকারি শিক্ষিকা মোসাঃ” সাবিনা ইয়াসমিন ও মোঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রকারে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারায়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। মাঠ পরিচালনা করেন মোঃ ফয়সাল আহম্মেদ।