সংবাদ শিরোনাম: |
পটুয়াখালীতে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। তাই ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বার্থে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ও বদরপুর ইউনিয়নের মধ্যবর্তী তেলিখালী সরকারি খাল পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মুহাম্মদ আরেফীন।
দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর এ্যাড মোঃ নাজমুল আহসান, গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল বাশার জিহাদীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নীচে নেমে যাচ্ছে। তাই পানির অভাব পূরনে খাল পুনরুদ্ধার জরুরী। এছাড়া অপরিস্কার ও অপরিচ্ছন্ন জায়গা মশা মাছির বাসস্থান। এদের বাসস্থান ধ্বংস করতে খালগুলো পরিস্কার করার উদ্যোগ নেয়া দরকার।##