বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সারাদিন ব্যাপী কার্যক্রম সকাল ৯টায় উপজেলার কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে কেন্দ্রীয় নির্দেশনা মেনে উপজেলা যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করে।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জাকির মোল্লা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, তরিকুল ইসলাম তরুন, মোঃ মনির হোসেন, হাসান হাওলাদার আবু সায়েম আকন, জাবির আল রাসেল প্রমুখ।
এসময় উপস্থিত যুবদলের নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃরফিকুল ইসলাম জামাল এর পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করেছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।
এসময় উপজেলার ৩ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এই ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইলো।
মোঃ জাকির হোসেন