সংবাদ শিরোনাম: |
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে বরগুনার আমতলী সাব রেজিস্টার অফিস থাকবে লোকে লোকারণ্য সেখানে বিরাজ করছে শুনশান নীরবতা। খোঁজ নিয়ে জানা যায় সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে সমগ্র দেশের ন্যায় বরগুনার আমতলী সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল নকলনবীশ বৃন্দ।
আজ ২৭ অক্টোবর রবিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে বরগুনার আমতলী সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের এ অবস্থান ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে সাব রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম। এতে ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা সংশ্লিষ্ট জনসাধারণ।
আজকের অবস্থান ধর্মঘট পালনের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান ছগির ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। ধর্মঘট পালনকালে উপস্থিত ছিলেন জালাল আহমেদ, নাসির উদ্দিন,মোঃ শহিদুল ইসলাম, দীনেশচন্দ্র, শফিকুল ইসলাম,মানসুরা বেগম,ময়না নাসরিন, মৌসুমী আক্তার,কোহিনুর বেগম,আকলিমা বেগম ও মোরশেদা লাভলী প্রমুখ।