সংবাদ শিরোনাম: |
ঝালকাঠির নলছিটিতে পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস হাওলাদার(৫০)কে কুপিয়ে গুরুতর জখম করেছে আওয়ামী সমর্থক খোকন খানসহ আরও কয়েকজন। খোকন খান পৌরসভার গৌরিপাশা এলাকার মৃত আবদুর রশিদ খানের পুত্র।
শনিবার(২৬ অক্টোবর) রাতে পৌর এলাকার কাঠেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আনিস হাওলাদার বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আনিস হাওলাদার পৌরসভার ৭ নং ওয়ার্ড বাসিন্দা মোহন হাওলাদারের পুত্র। এ ব্যাপারে নলছিটি থানায় ২৭ অক্টোবর একটি এজাহার দায়ের করা হয়েছে।
আহত আনিস হাওলাদারের সহকর্মী আলামিন চৌধুরী জানান, ঘটনার দিন আনিস হাওলাদারসহ আমরা কয়েকজন ব্যক্তিগত কাজে কাঠেরপুল গেলে সেখানে পূর্ব থেকে ওঁত পেতে থাকা খোকন খানসহ আরও কয়েকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। তারা আনিস হাওলাদারের দুই পায়ে ও দুই হাতে লোহার রড ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। খোকন খানের সাথে থাকা অন্য লোকজন আমাদের অস্ত্র নিয়ে ধাওয়া করে। কিছু সময় পরে আনিস হাওলাদারের ডাক চিৎকারের পথচারীরা ছুটে আসলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে হামলাকারী খোকন খানসহ সবাই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুস সালাম জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে।