×
বুধবার ● ৬ নভেম্বর ২০২৪ ২২ কার্তিক ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে মাহিন্দ্রা-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত -৫ বরগুনা -৩ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বামনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন ঢাকাস্থ বরগুনা ফোরামের বরগুনা উপজেলা সভাপতি- ড. নুরুল্লাহ মাদানী এবং সেক্রেটারি- ইত্তিজা হাসান ফরিদ বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে ছেলেকে জ‌মি না দেওয়ায় সালিশগণের হাতে বৃদ্ধ বাবা খুন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি দশমিনায় শালিসদের বিরুদ্ধে বৃদ্ধকে হত্যার অভিযোগ অবৈধভাবে মাটি বিক্রি করায় ভাঙছে পিচঢালা রাস্তা, আতঙ্কিত এলাকাবাসী সারাদেশে সোমবার শেষ হচ্ছে মাছ ধরায় সরকারী নিষেধাজ্ঞা, রবিবার মধ্যরাতে গভীর সমুদ্রে যাচ্ছে জেলেরা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাউফলে ১৮ দিনেও গ্রেপ্তার হয়নি ১১ বছরের শিশু যৌন হয়রানিকারী
প্রকাশ : মঙ্গলবার, ২৯ অক্টোবর , ২০২৪, ০৩:৪৮:০০ পিএম
কহিনুর, স্টাফ রিপোর্টারঃ:
GK_2024-10-29_6720afaa824b0.jpg

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ৮নং মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির মামলার আসামী আনোয়ার হাওলাদারকে (৪০) ১৭/১৮ দিন পার হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এগারো বছরের এই শিশুকে যৌন হয়রানির অভিযোগে গত ১১ অক্টোবর বাউফল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

অভিযুক্ত আনোয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ ছাড়াও যৌন নিপীড়নকারী আনোয়ারকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও বাউফল থানার ওসিকে স্মারকলিপিও প্রদান করেন। এত কিছুর পরেও টনক নড়েনি বাউফল থানা পুলিশের।

অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে মৎস্যজীবীদলের মদনপুরা ইউনিয়ন শাখার সভাপতি ছিল। এ ঘটনার পর ওই পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, আনোয়ার রাজনীতির পাশাপাশি মুদি ব্যবসা করতো। পণ্য ক্রয়ের জন্য ওই শিশুটি প্রায়ই তার দোকানে যেত । এই সুযোগে নানা ভাবে তাকে যৌন নির্যাতন করতো আনোয়ার। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখাতো। সম্প্রতি যৌন হায়রানির শিকার শিশুটি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

এরআগেও অভিযুক্ত আনোয়ার তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করে। এ ঘটনা একাধিক পত্রিকায় প্রকাশিত হলে অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে। কয়েকদিন কারাবাসের পর জামিনে এসে পুনরায় নানা অপর্কম শুরু করে। এলাকার লোকজন তার ওপর অতিষ্ট ছিল। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পেতো না।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝