×
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পাথরঘাটায় সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতির চিত্র প্রদর্শন দুমকী উপজেলায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ ৫১২ অসহায় পরিবারকে সহায়তা করল 'কারিতাস বাংলাদেশ' মহিপুরে কারিতাসের আয়োজনে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কলাপাড়ায় নীলগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করলো এলাকাবাসী, পুলিশে সোপর্দ চীন আমাদের বন্ধু: ড. ইউনূস চান্দখালী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বিএনপি নেতা হুমায়ূন কবির কলাপাড়ায় গভীর রাতে মাদ্রাসার তালা ভেঙ্গে আসবাব পত্র ও নগদ অর্থ চুরি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমির হোসেন আমু গ্রেফতার
প্রকাশ : বুধবার, ৬ নভেম্বর , ২০২৪, ০২:৪১:০০ পিএম
ঝালকাঠী প্রতিনিধি:
GK_2024-11-06_672b3b3daaf5c.jpg

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
আমির হোসেন আমু সাবেক শিল্পমন্ত্রী। বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
এই প্রবীণ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে আমুর সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পরবে না।
আমির হোসেন আমু ১৯৪০ সালের ১ জানুয়ারি তদানীন্তন বরিশাল ঝালকাঠি মহকুমায় জন্মগ্রহণ করেন।
১৯৯২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। ২০০৬-০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন বন্দি ছিলেন তখন যে কয়জন নেতা দলের নেতৃত্বে ছিলেন আমু তাদের মধ্যে একজন।
২০১৩ তিনি ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝