×
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পাথরঘাটায় সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতির চিত্র প্রদর্শন দুমকী উপজেলায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ ৫১২ অসহায় পরিবারকে সহায়তা করল 'কারিতাস বাংলাদেশ' মহিপুরে কারিতাসের আয়োজনে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কলাপাড়ায় নীলগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করলো এলাকাবাসী, পুলিশে সোপর্দ চীন আমাদের বন্ধু: ড. ইউনূস চান্দখালী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বিএনপি নেতা হুমায়ূন কবির কলাপাড়ায় গভীর রাতে মাদ্রাসার তালা ভেঙ্গে আসবাব পত্র ও নগদ অর্থ চুরি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ বিএনপি নেতা আটকের ঘটনায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ : শুক্রবার, ১৫ নভেম্বর , ২০২৪, ০৩:১৭:০০ পিএম
কামরুজ্জামান বাঁধন, ষ্টাফ রিপোর্টার,পটুয়াখালীঃ:
GK_2024-11-15_67371254ee4d8.jpg

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশী পিস্তল ও গুলি সহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজীকে গ্রেফতারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দকে জড়িয়ে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার সুবিদখালী বন্দরের নান্নু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ নভেম্বর রাতে যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে আমার স্নেহস্পদ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী একটি অবৈধ পিস্তল নিয়ে আটক হয়। এ ব্যাপারে আমি সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সমস্ত নেতাকর্মী মর্মাহত ও ব্যথিত। আমি সভাপতি হিসেবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সমস্ত নেতাকর্মীদের জাহাঙ্গীর হোসেন ফরাজীর পরিবারের পাশে দাঁড়াবার নির্দেশ দেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত ১০ নভেম্বর জাহাঙ্গীর হোসেন ফরাজীর স্ত্রী সুরাইয়া আক্তার অনুর হঠাৎ করে সংবাদ সম্মেলনে আমাকে এবং উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দদেরকে জড়িয়ে সংবাদ পরিবেশনে আমিসহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি বিষ্মিত ও ব্যথিত হই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশের স্বনামধন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে যৌথ অভিযান পরিচালনা করছেন। এটা বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর একান্ত রাষ্ট্রীয় ইস্যু। এসব ব্যাপারে আমার মত একজন নগণ্য ব্যক্তির জানার কথা নয়। অথচ আমাদেরকে দোষী সাব্যস্ত করে জাহাঙ্গীর হোসেন ফরাজীর স্ত্রীর সংবাদ সম্মেলনে আমার পরিবারের সম্মানহানি ঘটানো হয়েছে। শুধু তাই নয় বিএনপি'র উপজেলা বিএনপি'র দীর্ঘদিনের পরিচ্ছন্নতা ও সুনামের উপর আঘাত হানার অপচেষ্টা করা হয়েছে যেটা কাম্য নয়। জাহাঙ্গীর হোসেন ফরাজী দীর্ঘদিন ধরে বিএনপি'র রাজনীতি করে আসছেন, তাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণ করে মুক্তি পাক। আমরা মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এখনো তার পরিবারের প্রতি সহানুভূতিশীল আছি এবং থাকবো।

আপনাদের কলম যোদ্ধাদের মাধ্যমে মির্জাগঞ্জবাসীকে জানাতে চাই - উপজেলা বিএনপি সুনামের সহিত চলছে এবং চলবে। এখানে কেউ কালিমার লেপোন দিতে চাইলে তা মির্জাগঞ্জ উপজেলা বিএনপি মেনে নিবে না।

সংবাদ সম্মেলনে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানুল্লাহ পিন্টু শিকদার, উপজেলা সহ-সভাপতি মোঃ ফারুক মুন্সী, মোঃ আইয়ুব খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ নভেম্বর রাতে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় জাহাঙ্গীর হোসেন ফরাজীর নিজ বাসভবনে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের তৈরী একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম একটি পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি সহ তাকে আটক করে।##

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝