বরগুনার বামনায় ইয়াবা সম্রাট খোকন মেম্বার ও ইয়াবা সম্রাগী সালমা বেগম যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে ।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯-৩০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা সদরের কলাগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে সাদেক মির্জার পুত্র মোঃ মোস্তফা কামাল খোকন মেম্বার (সাবেক) ( ৫৫) কে -৪৭০ পিস ইয়াবা, নগদ ৫৫ হাজার ৫০০ শত টাকা ও দুটি মোবাইলফোনসহ গ্রেফতার করেন যৌথবাহিনি।
অপরদিকে গত রাত সাড়ে চারটার দিকে একই ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের ( তুলাতলা) অভিযান চালিয়ে ছগির সর্দার এর স্ত্রী ইয়াবা সম্রাগী সালমা বেগম (৫৫) কে- ৭৯০ পিস ইয়াবা ও দুটি মোবাইলফোনসহ গ্রেফতার করেন। যৌথবাহীনি অভিযান পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ও বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার, এসআই মোঃ মনির হোসেন। আজ সকালে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা নৌবাহিনী কর্নেল মোঃ শহিদুল ইসলাম।