×
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনার খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল জলিল আকন্দ বামনায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ পাথরঘাটায় ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পাথরঘাটায় নৌবাহিনীর বিনা মূল্যের চিকিৎসাসেবা তিন শতাধিক মানুষ পেল ওষুধ ও চিকিৎসা কলাপাড়ার সুন্নাহ... প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড নিলো “ইউএনও বরাবর অভিযোগ” আগৈলঝাড়ায় হতদরিদ্রদের নামে ঋণ তুলে বিএনপি নেতার আত্মসাৎ বরগুনা-২ আসনে রাজনৈতিক সমীকরণ:গেমচেঞ্জার কি হবেন ইসলামপন্থীরা? পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা বাউফল ছাত্রদলের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ সম্পন্ন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের; ড. ইউনূস
প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর , ২০২৪, ১২:৩৪:০০ পিএম
অনলাইন ডেস্ক:
GK_2024-11-16_67383ea58323a.jpg

নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ১০০ দিন আগে ১৫০০ ছাত্র-জনতাকে হত্যা করেছে বিগত রেজিম। প্রায় ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন আজ এই আন্তর্জাতিক সমাবেশে তাদের প্রতি সম্মান জানাতে চাই।
তিনি বলেন, আমাদের দেশ তারুণ্যনির্ভর। দেশের ১৭ কোটি মানুষের অর্ধেকের বয়সই ২৭ বছরের কম। এটা সৃজনশীলতায় আমাদের দেশকে খুবই শক্তিশালী করেছে।

টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের।
প্রধান উপদেষ্টা বলেন, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে।
যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না। সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।
বিদেশী অতিথিদের ঢাকার রাস্তাগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ঢাকার রাস্তায় ঘুরে দেখুন, রাস্তাগুলোর দেয়ালে তরুণদের স্বপ্ন ও আবেগের রঙিন চিত্রগুলো আপনাদের মুগ্ধ করবে। এটি কোনো পরিকল্পিত প্রচেষ্টা নয়, বরং একটি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।
অধ্যাপক ইউনূস তার বক্তব্য শেষ করেন এই আশাবাদ দিয়ে, ‘মানবজাতি যা চায়, তা অর্জন করতে পারে।

কেবল আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে’। বক্তব্যের শেষে তিনি কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝