সংবাদ শিরোনাম: |
পটুয়াখালীর কলাপাড়ায় দলকে শক্তিশালী, সুসংগঠিত ও আরো গতিশীল করার লক্ষ্যে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে পৌর শহরের নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
মতবিনিময় সভায় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর এমরান বিশ্বাস, গোলাম মোস্তফা, যুগ্ন-সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো. সুলতান আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ।
এসময় কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আমাদের বসে থাকার সময় নেই। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাই দলের নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে সকলকে উৎসাহ প্রদান করতে হবে।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, দীর্ঘ ১৬ টি বছর প্রকাশ্যে বিএনপির কোন কার্যক্রম করা যায়নি। ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর এখন আমরা স্বাধীন দেশে নি:শ্বাস ফেলতে পারছি। তাই দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে জননন্দিত, জননেতা আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্যেশ্য।