সংবাদ শিরোনাম: |
পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরস্থ গার্লস স্কুলের সামনের সড়ক থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুবিদখালী কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালির পূর্বে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে পথসভায় অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অথিতির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মোঃ মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, জেলা ছাত্রদলের সভাপতি শামিম চৌধুরী,মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু শিকদার, সহ-সভাপতি মোঃ ফারুক মুন্সী, মোঃ আইয়ুব খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নুল আবেদীন সুজন সিকদার ও এইচএম শামীম প্রমূখ। বর্ণাঢ্য এ র্যালিতে বিএনপি ও সহোযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশগ্রহন করেন বলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু জানান।