×
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পাথরঘাটায় সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতির চিত্র প্রদর্শন দুমকী উপজেলায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ ৫১২ অসহায় পরিবারকে সহায়তা করল 'কারিতাস বাংলাদেশ' মহিপুরে কারিতাসের আয়োজনে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত কলাপাড়ায় নীলগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করলো এলাকাবাসী, পুলিশে সোপর্দ চীন আমাদের বন্ধু: ড. ইউনূস চান্দখালী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বিএনপি নেতা হুমায়ূন কবির কলাপাড়ায় গভীর রাতে মাদ্রাসার তালা ভেঙ্গে আসবাব পত্র ও নগদ অর্থ চুরি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ব্যবস্থা কমিটির মতবিনিময় সভা
প্রকাশ : রবিবার, ২৪ নভেম্বর , ২০২৪, ১০:৩৮:০০ পিএম
স্টাফ রিপোর্টার:
GK_2024-11-24_67435732ccab2.jpg

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবস্থা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা ২৫০ সদস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাজকিয়া সিদ্দিকাহর সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার একেএম নজমুল আহসান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪'র বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ, দৈনিক ইনকিলাব এর বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, জাগো নারীর পরিচালক (প্রোগ্রাম) গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ সুলতানা আখি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. আয়েশা আক্তার, ফারজানা আক্তার, লায়লা আক্তার, মেরি আক্তার, মাধুরী রানী নাজনীন নেছা, হাসপাতালের স্টাফ মোঃ এনামুল কবির, মোঃ আল-আমিন, আবুল হোসেন প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা মান নিশ্চিতকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ নজমুল আহসান বলেন, বর্তমানে হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত আছেন। খুব শীঘ্রই হাসপাতালে নতুন ডাক্তার যোগদান করবেন বলে আমরা আশাবাদী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝