সংবাদ শিরোনাম: |
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও গন অভ্যুত্থান নিয়ে নির্মিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ,স্ব রচিত কবিতা আবৃত্তি, বক্তব্য, দেশাত্মবোধক গান,একক ও দলীয় নৃত্য, এবং চিত্রাঙ্কনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে নাটক " মুক্তি " যার প্রধান প্রধান চরিত্রে অভিনয় করবে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসকিয়া মম। তাছাড়া ও অভিনয় করবে ৯ম শ্রেণীর ছাত্রী মাইমা মাহজাবিন,নাইমা আক্তার, সুমাইয়া রিপা,সুমাইয়া মিম,৭ম শ্রেনীর জয়া, ৬ষ্ঠ শ্রেণীর পুর্নিমা সহ, ৮ম শ্রেণির তাসমিন জাহান,মারিয়া, জোনাকি সহ অসংখ্য শিক্ষার্থী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান স্যারের রচনা ও পরিচালনায় এ নাটকটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে এবং শিক্ষার্থীদের মনে নতুন করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব ফুটিয়ে তুলবে।