সংবাদ শিরোনাম: |
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে অবস্থিত চান্দখালী মোশারেফ হোসেন কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির মল্লিøক।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য ও মনোনয়নের বিষয়টি জানানো হয়।
জানা গেছে, কলেজ পরিচালনা কার্যক্রম সূষ্ঠুভাবে পরিচালনা ও অব্যাহত রাখার স্বার্থে এই কমিটি গঠন করা হয়। প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথাও এতে বলা হয়েছে।
কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের কল্যান ও উন্নয়নে কাজ করবেন বলে উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির মল্লিøক জানান।
এদিকে বিএনপি নেতাকে এপদে নির্বাচিত করায় বেতাগী উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষথেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।