সংবাদ শিরোনাম: |
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ও কর্পোরেশন (বিসিক) এর বরিশাল শিল্প মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিসিক শিল্পনগরীর উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও বরিশাল শিল্পনগরী কর্মকর্তা মো. গোলাম রসুলের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় বরিশাল বিসিক জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিসিক শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং ইত্যাদী ফুড প্রোডাক্টস’র স্বত্বাধিকারী শাহরিয়া বশির, বিসিক শিল্প মালিক সিমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স মুরাদ উড এন্ড ফার্নিচার এর স্বত্বাধিকারী মীর হাবিবুর রহমান মিলন, সাগরকূল প্রিন্টিং এন্ড পাবলিশিং এর স্বত্বাধিকারী মো. নেছার উদ্দিন, পিকনিক ফুড এর মো. ফিরোজ খান, সুগন্ধা বেকারীর মো. হান্নান মৃধা, যমুনা বক্স এন্ড কার্টন, মেসার্স দিগন্ত পিভিসি ডোর এর মো. আনিসুর রহমান; মনখুশি ফুড প্রো: এর তাপস পাড়ৈ, জামাল উদ্দিন এন্ড কোং এর মুহাম্মদ জামাল উদ্দিন, আলামিন বেকারীর মো. বাদশা ঢারী, মনি রাইস মিলস এর মো. হামিদ খান, রফিক কটন ইন্ডাঃ এর মো. রফিক, তাকওয়া এর মো. আসলাম, সিএমএস ইন্ডাস্টিজ এর যাদব চন্দ্র দেবনাথ, সাহাবুদ্দিন বেকারী এন্ড কনফেকশনারী এর মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদীয়া ফুড প্রোডাক্টস এর মোল্লা মাঈনউদ্দিন, ফরচুন সুজ লিঃ এর মো. শহিদুল ইসলাম ও কেমিষ্ট গ্রুপ এর সুব্রত হালদার প্রমুখ।
মতিবিনিময় সভায় বিসিকের গেটের সিকিউরিটি গার্ড, আইনশৃঙ্খলা, পানি-বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।