সংবাদ শিরোনাম: |
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার ৬৭টি প্রাথমিক, ১১টি মাধ্যমিক ও ১৩টি মাদ্রাসায় ১ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোমাঞ্চ আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ নাসির মোল্লা প্রমূখ। সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা অফিসার সাইয়েদা মরিয়ম জাহান।