বরগুনার বামনায় সাংবাদিকদের সাথে সামাজিক সংগঠন বামনা আলোকিত সমাজ, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বামনা আলোকিত সমাজের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল জলিল আকন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সাবেক আমীর মোঃ হারুন অর রশিদ, বামনা আলোকিত সমাজের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বামনা উপজেলা সভাপতি মোঃ রবিউল হাসান রিমন সহ বামনা আলোকিত সমাজ, বামনা উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় বক্তারা দল মতের উর্দ্ধে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে তারা সহযোগিতার আশ্বাস দেন।