×
সোমবার ● ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় এনটিভিতে নিয়োগ পেলেন মো. নাঈম হাসান ঈমন সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন নোনা জলের কষ্টের জীবন ৩৮ লাখ টাকা নিয়ে হজ্ব কাফেলা এজেন্সির পরিচালক জাকারিয়া উধাও নলছিটিতে ইয়াবাসহ আটক-২ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের মির্জাপুরে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত মঠবাড়িয়ায় রোপন করা ধানের বীজ নষ্ট করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজাপুরে জাতীয় নাগরিক কমিটিতে আ'লীগের অঙ্গসংগঠনের লোক থাকায় ১৩ সদস্যের পদত্যাগ
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৫:৩১:০০ পিএম
জাকির হোসেন, রাজাপুর প্রতিনিধি:
GK_2025-01-11_678256a7acd24.jpg

ঝালকাঠির রাজাপুরে ১০৮ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটিতে আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের লোকজন থাকায় কমিটির ১৩ সদস্য পদত্যাগ করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। অভিযোগ তুলে উপজেলা জাতীয় নাগরিক কমিটির ৫৩ নং সদস্য আনভির মাহিম লিখিত পদত্যাগপত্র পাঠ করে জানান, গতকাল বৃস্পতিবার ৯ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটি রাজাপুর উপজেলা শাখার ১০৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত কমিটিতে জুলাই বিপ্লবের পতিত শক্তি আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের উপস্থিতি বিদ্যমান। এই কমিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত অনেকের নাম রাখা হয়েছে যে বিষয়ে আমরা কেহই অবগত ছিলাম না। তাছাড়াও অনেক সাধারণ মানুষের নাম অন্তর্ভক্ত করা হয়েছে যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে না। তাই জাতীয় নাগরিক কমিটির এই তালিকা দেখে জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে তারা অস্বস্তি বোধ করছে। এমন অবস্থায় তারা সকলে সম্মিলিত ভাবে ৯ জানুয়ারি প্রকাশিত জাতীয় নাগরিক কমিটি থেকে সেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম।
পদত্যাগকারীরা হল- মোঃ নাইম হোসেন (ক্রমিক নং-১৮), আল ইমরান (ক্রমিক নং-২০), তরিকুল ইসলাম মারুফ (ক্রমিক নং-২১) আল শাহরিয়ার নিবির (ক্রমিক নং-৩২), তানভির আহমেদ সাকিব (ক্রমিক নং-৩৬), আনভির মাহিম (ক্রমিক নং-৫৩), আশরাফুল হোসেন ইমন (ক্রমিক নং-৫৪), সাকিবুল ইসলাম (ক্রমিক নং-৫৫), জাহিদ হাসান রিফাত (ক্রমিক নং-৬২), নাকিব (ক্রমিক নং-৬৩), হৃদয় তালুকদার (ক্রমিক নং-৬৭), নওশীন আঞ্জুম রোহান (ক্রমিক নং-১০৭), মাইনুল ইসলাম (ক্রমিক নং-১০৮)।
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর মহিলা কলেজের গ্রন্থাগার ও জাতীয় নাগরিক কমিটির রাজাপুর প্রতিনিধি তাইমুর হায়দার সজীব জানান, যার ইচ্ছে আসতে পারে, যার ইচ্ছে চলে যাবে। তাতে কোন সমস্যা নেই। ফ্যাসিস্ট বিরোধী, রাষ্ট্র ও দুর্নীতি, চাঁদাবাজ বিলোপ কমিটি এটা। এটার নিয়ম মেনে যে কেহ সদস্য হতে পারে, আবার যে কেহ চলে যেতে পারে এটা নিয়ে কোন সমস্যা নেই।
এবিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাংগঠক মশিউর রহমান বলেন, আমরা তো ঢাকায় বসে দেখি নাই কারা আন্দোলনে যুক্ত ছিলো। রাজাপুর থেকে সজীব সবার নামের তালিকা পাঠিয়ে দিছে এরপর আমরা ঘোষণা দিছি। তবে যারা আন্দোলনের বিপক্ষে ছিলো তাদের নাম এই কমিটিতে রাখার প্রশ্নই আসে না। আমরা এবিষয়ে সজীবের সাথে কথা বলে ব্যাবস্থা নিবো।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝