সংবাদ শিরোনাম: |
অভ্যন্তরীণ আমন সংগ্রহ, ২০২৪-২৫ অগ্রগতি বিষয়ে বরিশাল বিভাগের সকল জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের সাথে রবিবার (১২ জানুয়ারী) বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ। বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহসিনুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এহসানুল হক, ঝালকাঠী জেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম শফিকুল ইসলাম, বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক, পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন, পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসন, ঝালকাঠীর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বরগুনার মেসার্স লাল মিয়া রাইস এন্ড ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মো. নেছার উদ্দিন, ভোলা অটো রাইস মিলস লিঃ এর হেলাল উদ্দিন, ভোলা তাসনীম এগ্রো এন্ড অটো রাইস মিলে মোঃ ফখরুল ইসলাম, দিপাঞ্চল অটো রাইস মিলস এর আবুল কাশেম, এম আলম অটো রাইস মিলস এর জসীম উদ্দীন, বরিশালের মেসার্স জয় অটো রাইস মিলস এর মোঃ নজরুল ইসলাম, তানিশা রাইস মিলস এর জহুরুল হক, এইচ এম রাইস মিলস এর সামসুল হক হাং, পিরোজপুরের আফিয়া এন্ড ফাতিকা অটো রাইস মিলস এর জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালীর খেপুপাড়া অটো রাইস মিলের মোঃ সবুজ মিয়া, বিচ অটো রাইস এর ব্যবস্থাপনা পরিচালক ইশাকুর রহমান, শাহজাহান অটো রাইস মিলস এর জাকির হোসেন, হিরনবালা রাইস মিলস এর শঙ্কর দাস প্রমূখ। প্রধান অতিথি খাদ্য উপদেষ্টার সাথে আলোচনা করে মিল মালিকদের দাবিগুলো পেশ করবেন বলে তিনি মিল মালিকদের আশ্বস্ত করেন।