সংবাদ শিরোনাম: |
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় গত ডিসেম্বর মাসে বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের হয়েছে। মামলাভূক্ত ২৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অরাজনৈতিক খুন ১টি, চাঁদাবাজি ২টি, ত্রাস সৃষ্টি ১টি, দায়িত্বপালনে বাধা সৃষ্টি ২টি, নারী নির্যাতন ২টি, ধর্ষণ ১টি, ২টি সিধেল চুরি, অন্যান্য চুরি ১টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ১৬টি মারামারি ঘটনা, মাদক নিয়ন্ত্রণ আইনে ৪টি, ১১টি অন্যান্য মামলাসহ ৪৩টি মামলা দায়ের হয়েছে। এর পূর্বে নভেম্বর মাসেও ৫৯টি মামলায় ৪৩জন আসামী গ্রেফতার করা হয়েছিল। ঝালকাঠি জেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় এ পরিসংখ্যান উত্থাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এএসএম তৌহিদুল ইসলাম পিএসসি, মেজর এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং মামলার সংখ্যা কমে যাচ্ছে। সভায় পুলিশ বিভাগের কার্যক্রম, জেলা কারাগার, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মোবাইল কোর্ট পরিচালনা, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক, ফুটপাত দখল মুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
পরে ঝালকাঠি জেলার নদ নদীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা সংক্রান্ত জেলা ট্রাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারী জাল, চট জাল, টং জালসহ বিভিন্ন ধরনের জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন শুরু হতে যাচ্ছে। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এএসএম তৌহিদুল ইসলাম পিএসসি, মেজর এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। জেলা মৎস্য অফিসার রবিউল ইসলামের স্বাগত বক্তব্যে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। আগামী ২১জানুয়ারী থেকে ২৮ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নদীতে এই অভিযান পরিচালনা করা হবে। একই সাথে এই কর্মসূচির আওতায় ঝাটকা নিধন রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ছবি ॥ ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।