সংবাদ শিরোনাম: |
‘যেই ছেলেটি মিছিলে,আন্দোলন সংগ্রামে ছিলো তাদের মুল্যায়ন করা হবে। আমরা কোন অনুপ্রবেশকারীদের স্থান দিবো না। আমরা জালিম সরকারের পতন ঘটিয়েছি, এখনো কিছু কিছু জালিম রয়েছে আমি তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই এখন যারা চাঁদাবাজি, জুলুম, দখলবাজী করছেন, টেন্ডারবাজি, ভয়ভীতি দেখাচ্ছেন তাদের স্থান বরগুনা-২ আসনে হবে না’। লন্ডন প্রবাসী বিএনপি নেতা মাওলানা শামীম আহমেদ পাথরঘাটা শহরের কেএম হাইস্কুল মাঠে আজ বেলা ১১টায় (১৬জানুয়ারী) ভার্চুয়াল জন সভায় একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ মাওলানা শামীম আহমেদ, উপস্থিত শ্রোতাদের কাছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে সমর্থন দেবেন কিনা জানতে চাইলে সমস্বরে হ্যা সুচক জবাব দেন। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও দল যদি অনুমতি দেন তাহলে তিনি আগামী সংসদীয় নির্বাচনে অংশ গ্রহন করতে চান বলে জন সভায় জানান।
পাথরঘাটা উপজেলার অধিবাসী শামীম আহমেদ ১৫ বছর আগে লন্ডনে গেলে আর ফিরে আসতে পারেন নি। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন থানায় ৬৮টি মামলা রুজু করেছিলেন। বর্তমানে সকল মামলায় খালাস প্রাপ্ত। বাড়িতে তার স্ত্রীর সন্তান প্রসব কালে দেশে ফিরকে পারেনি যে এখন নবম শ্রেনীর শিক্ষার্থী।
মাওলানা শামীম আহমেদ এর বক্তৃতায় স্থানীয় বিএনপির উপদলীয় কোন্দলের প্রসঙ্গটি চাপা থাকেনি । তার সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ফাহিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল হাদিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান অভি, পৌর ছাত্রদলের আহবায়ক রাহাজুল ইসলাম রাহাত প্রমুখ।
তিনি কারো নাম উল্লেখ না করে বলেন,আজকের যেইসব নেতাদের কমিটি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছেন, তারা ভুলের স¦র্গে বাস করছেন। আমি পাথরঘাটাবাসিকে বলতে চাই, আপনাদের কোন ভয় নেই, আপনাদের সঙ্গে আমি আছি, আমার নেতা তারেক রহমান আছে। যারা ১৭ বছর পর্যন্ত কোন নেতাদের ফোন ধরেনি, খোজ খবর রাখেনি, লজ্জা হচ্ছে আজকের তারা অনেক কিছুই করতে চাচ্ছেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যারা জেলে ও কৃষক রয়েছেন তারা তাদের মতো তারা কাজ করবে। তাদের কাছে কেউ চাঁদা নিতে পারবে না। আমরা জুলুম সহ্য করবো না। জুলুমবাজ শেখ হাসিনার বন্দিশালা থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে লন্ডনে এনেছি চিকিৎসার জন্য এখন তার চিকিৎসা লন্ডনে হচ্ছে।
সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। দোয়া শেষে শহরে র্যালী করা হয়।#