×
সোমবার ● ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় এনটিভিতে নিয়োগ পেলেন মো. নাঈম হাসান ঈমন সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন নোনা জলের কষ্টের জীবন ৩৮ লাখ টাকা নিয়ে হজ্ব কাফেলা এজেন্সির পরিচালক জাকারিয়া উধাও নলছিটিতে ইয়াবাসহ আটক-২ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের মির্জাপুরে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত মঠবাড়িয়ায় রোপন করা ধানের বীজ নষ্ট করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মঠবাড়িয়ায় রোপন করা ধানের বীজ নষ্ট করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
প্রকাশ : শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৭:২৬:০০ পিএম
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা:
GK_2025-01-18_678bac6127a4a.jpg

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোসলেম মুন্সী নামে এক কৃষকের ৬৬ শতাংশ (১ কুড়া) জমিতে রোপন করা ইরি ধানের চারা (বীজ) উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে চরম হতাশায় ভুগছেন মোসলেম নামে ওই কৃষক ও তার পরিবার। গত ১৬ জানুয়ারী উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটলেও শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি অবগত করেন। মোসলেম ওই হারজী নলবুনিয়া গ্রামের মৃত. হামেদ উদ্দিন মুন্সীর ছেলে।
ক্ষতিগ্রস্থ কৃষক মোসলেম মুন্সী বলেন, একই এলাকার আলী আকাব্বর মুন্সীর ছেলে হারুন ও বারেক আমার ভোগ দখলীয় জমির মধ্যে জমি পাবেন দাবী করে আসছে। গত আমন মৌসুমে প্রভাব খাটিয়ে আমাকে ৪ কুড়া জমিতে চাষাবদ করতে না দিলে ওই জমিতে কোন ফসল হয়নি। চলতি ইরি মৌসুমে আমি ১ কুড়া জমিতে ধানের চারা (বীজ) রোপন করি। কিন্তু গত বৃহস্পতিবার ভোরে প্রতিপক্ষ হারুন মুন্সী, বারেক মুন্সী ও তাদের স্বজন সোলায়মান, শাহীন, আল আমীন, ইমরান, আবুলসহ অজ্ঞাত লোকজন আমার ১ কুড়া জমিতে রোপন করা বীজ উপড়ে ফেলে নষ্ট করে দেয়।
তিনি আরও বলেন, তারা আমার মধ্যে সম্পত্তি পেয়ে থাকলে শালিস ব্যবস্থার মাধ্যমে বুঝে নিবে, এতে আমার কোন অভিযোগ নেই। তারা কোন শালিস ব্যবস্থার না বসে শুধুমাত্র প্রভাব খাটিয়ে জমি দখলের পায়তারা করে আসছেন। এঘটনায় তিনি বিজ্ঞ আদালতে মামলা করবেন বলেও জানান।
এ ব্যাপারে সরেজমিনে গিয়েও অভিযুক্ত হারুন মুন্সী, বারেক মুন্সীকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝