পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আনন্দের সঙ্গে নিরাপত্তারও দিক টি বিবেচনায় রেখে বরগুনা জেলার পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে যৌথ বাহিনীর নেতৃত্বে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল ১২:৫৫ থেকে ১৩:৪৫ ঘটিকা পর্যন্ত পরিচালিত এই চেকপোস্টে নৌ বাহিনীর ০১টি সেকশনসহ পুলিশ ও অন্যান্য ইউনিট সমন্বিতভাবে কাজ করেন। যৌথ বাহিনীর নেতৃত্বে আছেন সাঃ লেঃ সাইদ মাহির আলম (এক্স) বিএন (পিনং-৪২২১)।
চেকপোস্ট কার্যক্রমের সময়, মোটরসাইকেলের হেলমেট, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় নথি পরীক্ষা করা হয়। সন্দেহভাজন যাত্রীদের মালামাল তল্লাশি করে সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত রাখা হয়।
এই সময়ে ৩১টি মোটরবাইক, ০৩টি প্রাইভেট কার, ০২টি বাস ও ০২টি ট্রাকের সকল নথিপত্র সঠিক পাওয়া গেলে যানবাহনগুলোকে নিরাপদে রওনা দেওয়া হয়। কোনো চালকের বিরুদ্ধে কোনো মামলা বা জরিমানা আরোপ করা হয়নি, যা কার্যক্রমের নরমাল ও সদয় পরিবেশকে তুলে ধরে।
কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হওয়ায় এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়ে গেছে। এই উদ্যোগ, ঈদের আনন্দে সুরক্ষা ও শান্তির বার্তা বহন করে, তা নিশ্চিত করার সাথে সাথে জনগণকে নিরাপদ পরিবহন ব্যবস্থার আশ্বাস প্রদান করে।