×
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার বামনায় যুবদল নেতার চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: সিসিটিভিতে শনাক্ত বামনায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নৌবাহিনীর অভিযান বর্তমান কমিটিতেই তৃনমূলের আস্থা,আহবায়ক আবুল কালাম আজাদ রানা তারুণ্যের আশ্রয়স্থল রাঙ্গাবালী ৮ গ্রামে ঈদের উৎসব আজ জুলাই বিপ্লবে নিহত শহীদ মো. বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার সৌদির সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন কলাপাড়ায় প্রতিবারের মতো এবারো ৫ হাজার পরিবার আগাম ঈদ পালন করলো ঈদের আনন্দ সুরক্ষার সুবর্ণ দিকঃ যৌথ বাহিনীর সফল চেকপোস্ট কার্যক্রম বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সৌদির সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন
প্রকাশ : রবিবার, ৩০ মার্চ , ২০২৫, ০৮:১০:০০ পিএম
মোঃ জাকির হোসেন রাজাপুর প্রতিনিধি::
GK_2025-03-30_67e9517f82d43.jpg
 
 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) অর্ধশত পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।
আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের নিয়ম অনুযায়ী ঈদ ও রোজা পালন শুরু করে। ঈদের নামাজ আদায়ের পর প্রতিটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ঘরে ঘরে হয়েছে মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন।
দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি, সাওকাত হাওলাদার, রাসেল ও দীনইসলাম বলেন, "নবীজি বলেছেন আকাশে চাঁদ দেখা গেলে এবং দুইজন ব্যক্তি যদি সাক্ষ্য দেন, তবে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করা যায়। আমরা সবাইকে আহ্বান জানাই যেন আমাদের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করেন।"
দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, "২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। একসময় এতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তবে বর্তমানে আর কোনো বাধা নেই। সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেছি।
মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম বলেন, "আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি। আকাশে নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে আমরা রোজা রাখি ও ঈদ উদযাপন করি।"
প্রতি বছরের মতো এবারও এই এলাকার মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করলেন। স্থানীয়দের মতে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝