সংবাদ শিরোনাম: |
❒ বামনায় বিএনপির কর্মীসভা সোমবার
বরগুনার বামনায় দীর্ঘ আড়াই বছর পরে কেন্দ্রীয় টিমের সমন্বয়ে সোমবার অনুষ্ঠিত হচ্ছেন উপজেলা বিএনপির কর্মীসভা ২০২৫। এ কর্মীসভায় উপজেলা বিএনপির ২৮ সদস্যের আহবায়ক কমিটি, চার ইউনিয়নের সুপার ১০ ও ওয়ার্ড কমিটির সুপার ২ জনসহ অঙ্গ সহযোগী সংগঠনের সুপার ২ নিয়ে দিনব্যাপি কর্মীসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ( দায়িত্বপ্রাপ্ত আহবায়ক সম্মেলন প্রস্ততি কমিটি বরগুনা ও পিরোজপুর জেলা)। বর্তমান বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা মহোদয়ের কমিটিতেই তৃনমূলের আস্থা রয়েছে। তিনি বামনার তারুণ্যের আশ্রয়স্থল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৎকালিন বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দ গত ২ রা আগষ্ট ২০২২ সালে বামনা উপজেলা বিএনপির ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়ার পর থেকেই তৃনমূলে আস্থা বেড়েছেন। তৃনমূলের নেতা-কর্মীরা রানা-মোর্শেদ নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের যেন কমতি নেই। দীর্ঘ আড়াই বছর পরে তারা যেন ফিরে পেয়েছেন স্বস্তি নিশ্বাস। প্রবিন ও তরুণদের সমন্বয়ে গঠিত উপজেলা বিএনপির ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে ইতিমধ্যে ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থন দিয়েছেন।
আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা মহোদয়ের একক নেতৃত্বে বামনা উপজেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন ও সংগ্রাম সতস্ফূর্ত পালনও করেছেন। সর্বপরি রাজপথ থেকে বেড়েওঠা সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রানা দল ও দায়িত্ব পালন করে বামনা উপজেলাবাসির কাছে আশা সঞ্চালনায় ভূশিত হয়েছেন।
বামনা উপজেলা বিএনপির আহবায়ক সদস্য গোলাম কিবরিয়া জানান, বামনা উপজেলা বিএনপিতে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ মহোদয়ের মতো তরুন এ নেতাকে পেয়ে তৃনমূলের নেতা-কর্মীরা আশার আলো দেখছেন। গত কয়েক বছরের মধ্যেই তিনি বামনা উপজেলার সর্বত্র তরুনদের মনে স্থান করে নিয়েছেন। তরুন্যের আশ্রয় ও ভরসাস্থল এখন এ তরুন নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। তিনি উপজেলার প্রত্যান্ত অঞ্চলে গিয়ে দলের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীর সার্বিক খোজ খবর নেন। সবর্ত্র খবর নেন দলের অবহেলিত ও নির্যাতিত কর্মীদের। এককথায় তরুন এ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা সবার প্রিয় ও ভালোবাসার ব্যক্তিত্ব হয়ে আছেন ।
বামনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, সদস্য আলহাজ্ব মো: রুহুল আমীন, মিজানুর রহমান মজনু, মশিউর রহমান হাসিব, মো: মাঈন উদ্দিন খান ও গোলাম কিবরিয়া মতো কর্মী থাকায় তৃনমূলের নেতা-কর্মীরা এখন বেশ উজ্জীবিত হয়েছেন।
সরকারি বামনা ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মো: সুজন মিয়া বলেন, এককথায় তরুন এ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা সবার প্রিয় ও ভালোবাসার ব্যক্তিত্ব হয়ে আছেন ।
বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক আবদুল জলিল জানান, বামনা উপজেলা বিএনপির বর্তমান যে আহবায়ক কমিটি গঠন আছে তা হলো দেশ সেরা কমিটি। আমরা সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বর্তমান কমটিতে আনন্দিত ও উজ্জীবিত। ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অধিকাংশই তরুন হওয়াতে আমরা বেশি খুশি।
বামনা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ বলেন, দেশ নায়ক তারেক রহমান আমাকে দায়িত্ব ও নেতৃত্ব দিয়েছেন। তাই সে ভাবেই চেষ্টা করি সকলকে নিয়ে সতস্ফূর্ত দায়িত্ব পালন করার। সাংগঠনিক নিয়ম,নীতি মেনেই ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এ বিষয়ে বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, ইউনিট কমিটি অনুমোদনের ক্ষেত্রে নীতি নির্ধারকদ্বয় চুল ছেড়া বিশ্লেষণে মাধ্যমে স্বল্প কয়েক জনের স্বমন্বয়ে চারটি ইউনিট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামীর রাষ্ট্র নায়ক,দলের দায়িত্বে থাকা চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান মহোদয়ের নির্দেশিত সকল আন্দোলন ও কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। বিএনপির এ বৃহত্তর দলে সবাই পদ পদবি চাইবে। তবে কম সংখ্যক পদ-পদবি থাকায় সবাইকে তো খুশি রাখা যায় না। দলের যে যেমন কাজ করবে সে তেমনই মূল্যায়িত হবেন। আমার নেতা তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় ও বরগুনা জেলার সিনিয়র নেতৃবৃন্দ আমাকে এ দলের নেতৃত্ব দিয়েছেন তাই চেষ্টা করি সতস্ফূর্ত পালন করার।