×
শনিবার ● ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনায় একধিক ফেক আইডির ফেসবুক পোষ্টে বিভ্রান্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলীয় উচ্চমহল,নেয়া হয়েছে আইনী ব্যবস্থা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই পাথঘাটায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর তৈরি সাঁকো পরিদর্শনে কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসায় নতুন কমিটি: সভাপতি নাসির উদ্দিন নিলু গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় বিজ্ঞাপনে কলুষিত সাংবাদিকতা: গণমাধ্যমের সুরক্ষা সাংবাদিক জালাল উদ্দিন জুয়েলের বাবা আব্দুর রশিদ আর নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিএডিসি’র চুক্তিভিত্তিক আলু বীজ চাষীদের বীজ আলুর মুল্য কম নির্ধারন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : শুক্রবার, ২৫ এপ্রিল , ২০২৫, ১১:৪২:০০ এএম
মো: ফারুক হোসেন গাইবান্ধা প্রতিনিধি:
GK_2025-04-25_680b21c8041b6.jpg
 
বিএডিসি’র চুক্তিভিত্তিক আলু বীজ চাষীদের আয়োজনে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে ২৪ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চুক্তি ভিত্তিক কৃষক জিয়া হায়দার। বক্তব্যের তিনি বলেন, গতবছর যে বীজের মুল্য নির্ধারিত ছিল তার তুলনায় এবছরে প্রতিকেজি ৮ টাকা কম মুল্য নির্ধারন করা হয়েছে। যার ফলে কৃষকদের উৎপাদন খরচ উঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই কৃষকরা উচ্চ মুল্য না হলেও গত বছরের সমান মুল্য রাখার দাবি জানান। নতুবা কম মুল্যে বীজ উৎপাদন করা হলে গুনগত মান কমে যাওযার কারনে সারাদেশেই তার প্রভাব পড়বে, ফলে কৃষিখাত হুমকির মুখে পড়বে। গত বছর গ্রেড ভেদে আলু বীজের মূল্য ছিল ৩৩ থেকে ৩৫ টাকা । এবছর মুল্য নির্ধারন করা হয়েছে প্রতি কেজিতে ২৬ থেকে ২৮ টাকা। বর্তমান সময়ে কৃষকের বীজ উৎপাদন করতে একর প্রতি খরচ হয় ৩০ টাকা। ঐ আলু বীজ বিএডিসি’র কাছে দিতে হবে গ্রেড ভেদে ২৬ থেকে ২৮ টাকা ফলে কৃষক মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আলু বীজের মুল্য পূর্ন নির্ধারনের দাবি করেন কৃষকরা ।
সংবাদ সম্মলনে আরো জানানো হয় যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয় তবে সড়ক অবরোধ সহ কঠোর তর আন্দোলনের হুশিযারি দেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষক বেলাল আহমেদ, শেখ সাদি,তারেক,আশরাফুল ইসলাম,রিফাত, কফিল খান সহ অন্যান্নরা।
 
 
 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝