উপকূলীয় জনপদ বরগুনার পাথরঘাটা উপজেলায় অসচ্ছল, বিধবা ও স্বামী পরিত্যক্তা ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’। তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের এই সেলাই মেশিন উপহার দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে অনুভূতি প্রকাশ করার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। শুক্রবার (১৬ মে) সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। শুভসংঘের পাথরঘাটা উপজেলা কমিটির উপদেষ্টা মো. শহিদুল ইসলাম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর সচিব ইসমাঈল হোসেন এসএম সিকদার, পৌর জামাতের আমির মাওলানা বজলুর রহমান, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিমিউদ্দিন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু শিল্প-অর্থনীতিতেই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা উপকূলের চরাঞ্চলের অসহায় মানুষদের বিভিন্ন সহযোগিতা করে আসছে। তিনি আরও বলেন, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও মানবিক সেবার ক্ষেত্রে তাদের কাজ প্রশংসনীয়। আজকের এই সেলাই মেশিন উপহার সেই মহতী প্রয়াসেরই অংশ। অনুষ্ঠান শেষে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন সেলাই মেশিন হাতে পেয়ে কেঁদে ফেলেন পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা মর্জিনা আক্তার। তিনি বলেন, আমার স্বামী ২০০৭ সালের সিডরের সময় মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি। অনেক কষ্টে দিন কেটেছে আমাদের। এই সেলাই মেশিন পেয়ে আমি আনন্দিত। এটা দিয়ে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে ইনশাআল্লাহ। কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, স্বামী সাগর যখন যান, তখন ছেলের বয়স ছিল দেড় বছর। সেই থেকে এই সন্তান নিয়ে বড়ি বাড়ি গিয়ে কাজ করে কোনো রকমে দিন চলছে। অনুষ্ঠান শেষে বিধবা ও স্বামী পরিত্যক্তা এই ১৫ নারীর চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। কারো মুখে হাসি, কারো চোখে অশ্রুজলের সাথে মিশে ছিল এক নতুন আশার আলো।