সংবাদ শিরোনাম: |
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের প্রথম ব্যাচের কর্মশালা সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এসএম ওমর ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ার বেগম।
প্রথম ব্যাচের এই প্রশিক্ষণে উপজেলার ১নং চেচঁরীরামপুর ও ২নং পাটিখালঘাটা ইউনিয়নের মোট ২৪ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন দিক এবং এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করবেন, যা স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা প্রদানে সহায়ক হবে।