পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভা ও মাল্টিপারপাস ওয়ার্কসপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ মে দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো. রবিউল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহিদা বেগম। অনুষ্ঠানে বিগত বছর এবং চলতি বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কাব-স্কাউট এবং স্কাউটস এর কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও উপজেলার স্থায়ী দুইজন সদস্যকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় ান্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্কাউটস-এর কোষাধ্যক্ষ আবদুল কাইউম, জেলা প্রতিনিধি মো. মাইনুল ইসলাম (উডব্যাজার), মো. রিফাতুজ্জামান (উডব্যাজার),উপজেলা স্কাউটস কমিশনার ইকবাল বাসার খান(এএলটি), উপজেলা সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফকরুল ইসলাম,উপজেলা সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি মো. মিজানুর রহমান (এএলটি),উপজেলা স্কাউট লিডার মো.শাহ আলম (উডব্যাজার), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা স্কাউটস সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মো.কুতুবউদ্দিন তালুকদার, মা মা নৈ (এএলটি), উপজেলা সহকারী কমিশনার ইউনুচ আলী সোহেল, শহীদুল ইসলাম শাহীন, শাহ সুজা উদ্দিন, মো.মোয়াজ্জেম হোসেন, গ্রুপ কমিটির সভাপতি মো.আফজাল হোসেন, মো.আইউব আলী, মো.নজরুল ইসলাম ও মো. সাইফুল্লাহ, অডিটর মো.ইসমাইল হোসেন, আবদুল জব্বার, মো. নিজাম উদ্দিন, সহযোজিত সদস্য মো. নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, মো. নেছার উদ্দিন ও ডলি খান, ইউনিট লিডার মো. শাহীন সিকদার, মো. বশির উদ্দিন, ফ্লোরা ইয়াসমিন নিসু, কামরুন্নাহার কানন এবং মোসা.ফাহিমা প্রমুখ।