×
শনিবার ● ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনায় একধিক ফেক আইডির ফেসবুক পোষ্টে বিভ্রান্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলীয় উচ্চমহল,নেয়া হয়েছে আইনী ব্যবস্থা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই পাথঘাটায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর তৈরি সাঁকো পরিদর্শনে কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসায় নতুন কমিটি: সভাপতি নাসির উদ্দিন নিলু গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় বিজ্ঞাপনে কলুষিত সাংবাদিকতা: গণমাধ্যমের সুরক্ষা সাংবাদিক জালাল উদ্দিন জুয়েলের বাবা আব্দুর রশিদ আর নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সুন্দরবনের সুরক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
প্রকাশ : মঙ্গলবার, ২০ মে , ২০২৫, ০৯:৪৮:০০ পিএম
নিজস্ব সংবাদদাতা:
GK_2025-05-20_682ca4b50d4ee.jpg
 

সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশ ও জলবায়ুর সুরক্ষায় তরুণদের ভূমিকা তুলে ধরতে এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বরগুনা প্রেসক্লাব কনফারেন্স রুমে মঙ্গলবার (২০ মে) অনুষ্ঠিত হয় এক শিখন ও মতবিনিময় সভা।

 
হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহায়তায় এবং রূপান্তর বাস্তবায়িত ইকো সুন্দরবন প্রকল্প ও ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
 
সভায় আলোচকরা বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখেছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় বহু জেলা ও উপজেলাকে রক্ষা করে চলেছে এই বন। শুধু প্রাণিকুল নয়, মানুষের জীবন ও জীবিকাও এই বনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই সুন্দরবনের সুস্থতা মানেই পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা।
 
তবে সুন্দরবন আজ নানা ধরনের দূষণের শিকার। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন দূষণ, নদীতে বিষ দিয়ে মাছ ধরা এবং শিল্পবর্জ্যের কারণে এই অনন্য প্রাকৃতিক সম্পদ চরম হুমকিতে পড়েছে।
 
এই প্রেক্ষাপটে ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের তরুণ-তরুণীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সুন্দরবন রক্ষার আন্দোলনে। তারা সচেতনতা কার্যক্রম চালাচ্ছে, স্থানীয় পর্যায়ে প্লাস্টিক বর্জ্য হ্রাসে মানুষকে উদ্বুদ্ধ করছে এবং পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় উদ্বুদ্ধ করছে।
 
সভায় অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষায় ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহারের উপর জোর দেন। সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশগত গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দূষণ প্রতিরোধে বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানানো হয়।
 
 
এ সময় অতিথি হিসেবে ছিলেন বরগুনা নাগরিক প্লাটফর্ম আহবায়ক চিত্তরঞ্জন শীল, সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা আহবায়ক ও পরিচালক কমিউনিটি রেডিও লোকোবেতার মোঃ মনির হোসেন কামাল, বরগুনা নাগরিক প্ল্যাটফর্ম কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা টিম লিডার সিপিপি বরগুনা সদর মোঃ জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, বাংলানিউজের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদীসহ স্থানীয় সাংবাদিক, স্বেচ্ছাসেবী, পরিবেশকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা সুন্দরবনকে টিকিয়ে রাখতে নীতি নির্ধারকদের পাশাপাশি সাধারণ মানুষ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
 
সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে ‘ইয়ুথ ফর সুন্দরবন’ কাজ করে যাচ্ছে, একটি সবুজ ও সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝