সংবাদ শিরোনাম: |
বরগুনার বেতাগীতে ইউএসএআইডি'র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মুল বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মাদ আমরুল্লাহ।
বক্তব্য রাখেন ইউএসএআইডি'র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)‘র জেলা ব্যবস্থাপক মো. জাকারিয়া হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।