সংবাদ শিরোনাম: |
বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১১টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মিলনায়তনে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বি. এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। তরুণদের লক্ষ্য হওয়া উচিত বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উচ্চতর জ্ঞান অর্জন । তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিশ্বের বুকে ঠাঁই করে নেবে। আজকের তরুণ আগামীতে নেতৃত্ব দেবে, দেশের প্রতিনিধিত্ব করবে।
তিনি বলেন, পুরো পৃথিবী এখন ডিজিটাল। আর এ ডিজিটাল যুগে দৈনন্দিন ব্যবহৃত যন্ত্রপাতি উন্নত থেকে উন্নতর হচ্ছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে এ যুগের সাথে তাল মেলানো যাবে না। বুদ্ধিবৃত্তিক ও উন্নত প্রযুক্তিগত বিদ্যার পাশাপাশি গবেষণার মাধ্যমে নিজেকে দক্ষ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে তরুণ ও কর্মক্ষম জনসংখ্যা বেশি। প্রশিক্ষণ ও উন্নত শিক্ষা দানের মাধ্যমে তরুণদের দেশের মূল্যবান সম্পদে রূপান্তর করতে হবে। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বিজ্ঞান চর্চায় নিজেকে নিয়োজিত রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রসিদ হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান, হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং ও হাতেম আলী কলেজের ছাত্র মোঃ মোস্তাক সরদার (শাওন) বিশেষ অতিথির বক্তৃতা করেন । এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয়ক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।