সংবাদ শিরোনাম: |
আঞ্চলিক তথ্য অফিস বরিশালের আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা রবিবার (০১ জুন) কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস বরিশালের উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে দেশে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিশেষ একটি শ্রেণি প্রচুর গুজব ছড়াচ্ছে। এসব গুজবের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব কখনো নিউজ হতে পারে না। সংবাদের উৎস যাচাই-বাছাই না করে তা পরিবেশন করা যাবে না। গণমাধ্যমকর্মীদের নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকবৃন্দ বলেন, গুজব প্রচারকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে আর কেউ এধরনের কাজ করতে সাহস না পায়। সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি। তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। এসময় তারা অনিবন্ধিত পত্রিকা ও অনলাইন পোর্টাল বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সভাপতিত্বে পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ ও সাধারণ সম্পাদক হোসানই আমির বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।