×
শনিবার ● ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনায় একধিক ফেক আইডির ফেসবুক পোষ্টে বিভ্রান্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলীয় উচ্চমহল,নেয়া হয়েছে আইনী ব্যবস্থা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই পাথঘাটায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর তৈরি সাঁকো পরিদর্শনে কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসায় নতুন কমিটি: সভাপতি নাসির উদ্দিন নিলু গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় বিজ্ঞাপনে কলুষিত সাংবাদিকতা: গণমাধ্যমের সুরক্ষা সাংবাদিক জালাল উদ্দিন জুয়েলের বাবা আব্দুর রশিদ আর নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ
প্রকাশ : বুধবার, ৪ জুন , ২০২৫, ১১:৪২:০০ পিএম
মাহমুদুল হাসান আশিকঃ:
GK_2025-06-04_684085bcbf1a0.jpg
 
 
 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকায় যৌথবাহিনীর তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই চেকপোস্ট পরিচালনা করে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল।
চেকপোস্টটি স্থাপন করা হয় নাচনাপাড়ার বটতলা মোড় এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২)। তাঁর নেতৃত্বে ১২ সদস্যের একটি যৌথবাহিনী দল চেকপোস্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে মোট ১৫০টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির সময় পাঁচটি মোটরসাইকেলের কাগজপত্র এবং হেলমেট না থাকায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ জানান, ঈদ সামনে রেখে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা জনগণের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত রাখব, যাতে সবাই নিরাপদে ঈদ উদযাপন করতে পারে।
চেকপোস্ট চলাকালীন সময় এলাকার সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পুরো অভিযানকালীন সময় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং এলাকার পরিবেশ ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝