আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকায় যৌথবাহিনীর তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই চেকপোস্ট পরিচালনা করে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল।
চেকপোস্টটি স্থাপন করা হয় নাচনাপাড়ার বটতলা মোড় এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২)। তাঁর নেতৃত্বে ১২ সদস্যের একটি যৌথবাহিনী দল চেকপোস্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে মোট ১৫০টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির সময় পাঁচটি মোটরসাইকেলের কাগজপত্র এবং হেলমেট না থাকায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ জানান, ঈদ সামনে রেখে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা জনগণের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত রাখব, যাতে সবাই নিরাপদে ঈদ উদযাপন করতে পারে।
চেকপোস্ট চলাকালীন সময় এলাকার সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পুরো অভিযানকালীন সময় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং এলাকার পরিবেশ ছিল সম্পূর্ণ স্বাভাবিক।