সংবাদ শিরোনাম: |
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ভেঙে যাওয়া বেড়িবাঁধের স্থানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ও সহযোগিতায় নির্মিত অস্থায়ী সাঁকো পরিদর্শন করেছেন বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামান, (এল), পিএসসি, বিএন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে তিনি পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যগণ।
পরিদর্শন শেষে কমান্ডার ওয়ালী উজ জামান সাংবাদিকদের বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের পাশে আছে। শুধু উদ্ধার বা পুনর্বাসন নয়, আমরা চাই সচেতনতা তৈরি হোক। আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, বেড়িবাঁধ ও সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর থেকে তাঁরা চরম ভোগান্তির মধ্যে ছিলেন। নৌবাহিনী ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় অস্থায়ী সাঁকো তৈরি হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, গত ২৯ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ইউনিয়নের গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ও সংযোগ সড়ক ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ নৌবাহিনী জরুরি ভিত্তিতে এলাকা পরিদর্শন করে। পরে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দ্রুত একটি অস্থায়ী কাঠের সাঁকো নির্মাণের কাজ সম্পন্ন হয়।