সংবাদ শিরোনাম: |
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা, কেরাত, কুইজ ও প্রতিযোগীতামুলক আলোচনা সভা সোমবার (১৬ সেপ্টেম্বর) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. আ. মালেক সিকদার, মো. আবদুল হালিম, মো. জাকির হোসেন, মো. লায়লা আরজু মান্দ বানু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সমীর কুমার সাহা, সহকারী অধ্যাপক মো. নুরুল আমীন হাওলাদার, মো. কামাল হোসেন, প্রভাষক মো. ইউসুফ আলী খান, মো.লুৎফুর রহীম, মো. মামুন বাপ্পি ও শিক্ষক মো. আ. জালিল খানসহ কলেজর সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সভাশেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।