×
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতের উদাত্ত আহ্বান টাইফয়েড টিকা নিয়ে গুজব ছড়ানো যাবে না-বিভাগীয় কমিশনার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই মনোনয়নপ্রত্যাশী রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ব্যাপক সাড়া রাজাপুরে লিফলেট হাতে পরিবর্তনের ডাক সৈকতের সফল নারী উদ্যোক্তার খামার পরিদর্শন করে মুগ্ধ ড. জিয়াউদ্দিন হায়দার সবার জন্য প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে বিএনপির গণসংযোগে ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন , ২০২৫, ০১:৩৪:০০ এএম
মিলন মন্ডল:
default.png

গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন— মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শিশুরা ঘরে তৈরি দুধ,মুড়ি ও বিভিন্ন জাতের পাকা আম নিয়ে আসে মেলায়। পরে সবাই মিলে মিলেমিশে খায় দুধ-মুড়ি-আম, কেউ কেউ তা তৈরি করে পরিবেশন করে বন্ধুদেরও।মেলায় শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। কেউ গাইছে গান, কেউ আবৃত্তি করছে কবিতা, আবার কেউ নিজ হাতে বানানো খাবার নিয়ে দাঁড়িয়েছে স্টলে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারাও মেলায় অংশগ্রহণ করেন।এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি পলাশবাড়ী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, স্কুলের পরিচালক মতিয়ার রহমান লাভলু, স্কুলের অধ্যক্ষ জামিউল ইসলাম জাহিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিশুদের শুধু পাঠ্যপুস্তকের মাঝে আটকে রাখা যাবে না। তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করতে এমন মেলার আয়োজন করা হয়েছে।”তিনি আরও জানান, “এই মেলার মাধ্যমে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শিকড়ের সঙ্গে সংযোগ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।”মেলায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, “এমন মেলায় প্রথম এসেছি। দুধ-মুড়ি-আম খেতে খুব ভালো লেগেছে। গান করেছি, কবিতা পড়েছি। অনেক ভালো লাগছে।”এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও। তারা বলেন, শহুরে জীবনের ব্যস্ততার ভিড়ে এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝