| সংবাদ শিরোনাম: |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঝালকাঠির রাজাপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।শুক্রবার (৩ অক্টোবর) বিকালে রাজাপুর উপজেলার ১ নংসাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ও লেবুবুনিয়া বাজারে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গণসংযোগ শেষে এক পথসভায় কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন,“আমাদের আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে—বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তারেক রহমান যেভাবে একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণের পাশে থাকতে চাই।তিনি বলেন, “তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। আমরা নতুন সদস্য সংগ্রহ করছি, মানুষের কাছে ৩১ দফা প্রচার করছি। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আমি যখন মাঠে কাজ করেছি, তখন রক্তচক্ষু উপেক্ষা করেই কাজ করেছি। ভয় দেখানো হয়েছিল, আয়নার ঘরে রাখার হুমকি দেওয়া হয়েছিল—কিন্তু আমি পিছপা হইনি।মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে কী ধরনের কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি প্রথমে শিক্ষাখাতে কাজ করবো। শিক্ষা খাতে আজ বড় ধরনের দুর্নীতি বিরাজ করছে। পাশাপাশি স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখতে চাই।তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুশাসনভিত্তিক, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”পথসভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।