×
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতের উদাত্ত আহ্বান টাইফয়েড টিকা নিয়ে গুজব ছড়ানো যাবে না-বিভাগীয় কমিশনার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই মনোনয়নপ্রত্যাশী রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ব্যাপক সাড়া রাজাপুরে লিফলেট হাতে পরিবর্তনের ডাক সৈকতের সফল নারী উদ্যোক্তার খামার পরিদর্শন করে মুগ্ধ ড. জিয়াউদ্দিন হায়দার সবার জন্য প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে বিএনপির গণসংযোগে ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
"বিএনপি সরকার গঠন করলে"
সবার জন্য প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর , ২০২৫, ০৭:৫৫:০০ পিএম
মো. শরিফুল ইসলাম পলাশ, নলছিটি, ঝালকাঠি সংবাদদাতা::
GK_2025-10-09_68e7bf2d7de7e.jpg
বিএনপি সরকার গঠনের পর সবার জন্য  সারাদেশে প্রান্তিক আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। পাশাপাশি শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানের ব্যবস্থাও থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা।
ড. জিয়া হায়দার আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নীলনকশা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।
তিনি আরও বলেন, শিক্ষা খাতের মানোন্নয়ন, পরিবেশ রক্ষা এবং তরুণদের কর্মসংস্থানে বিএনপির পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত ও জনগণমুখী। দেশের প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা এবং প্রতিটি নাগরিককে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
ড. হায়দার বলেন, জনগণই রাষ্ট্রের মালিক, এই বিশ্বাস থেকেই বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। জনগণের ভোট ও মতের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
এসময় ঝালকাঠির রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা বিএনপির ঘোষিত ৩১ দফা সম্পর্কে নানা প্রশ্ন করেন, যার জবাবে ড. হায়দার বিস্তারিতভাবে বিভিন্ন খাতের পরিকল্পনা তুলে ধরেন এবং বলেন,  “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত হবে, কেউ অবহেলিত থাকবে না।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝