| সংবাদ শিরোনাম: |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' কর্মসূচিকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের নেতৃত্বে রাজাপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার আঙ্গারিয়া, নৈকাঠি ও সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এক গণজোয়ারের সৃষ্টি হয়।গণসংযোগ শেষে পথসভায় গোলাম আজম সৈকত বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধুই রাজনৈতিক অঙ্গীকার নয়—এটি একটি নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমরা মাঠে নেমেছি।”তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আমাদের এই পদযাত্রা। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি মানবিক, স্বচ্ছ ও সুশাসনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে—এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা