| সংবাদ শিরোনাম: |
বৃষ্টিভেজা রাজপথ, ভিজে জামা-কাপড়—তবুও থেমে থাকেননি তিনি। মাঠে নেমেছেন মানুষের জন্য, তাদের হাতে তুলে দিয়েছেন পরিবর্তনের বার্তা।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত শনিবার (১১ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া।
সৈকতের নেতৃত্বে পিংরি, বাড়ইবাড়ি, সাকরাইল, বলারজোর ও সুলতান মার্কেট এলাকায় সরব উপস্থিতি দেখা যায় নেতা কর্মীর।
বৃষ্টির মধ্যেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। বাজারে-বাজারে মানুষজন ‘এলাকার জামাই’ বলে সৈকতকে বরণ করে নেয়।
গণসংযোগ শেষে পথসভায় সৈকত বলেন—
“তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা শুধু বিএনপির দলীয় ইশতেহার নয়, এটি একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা।
আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। মাঠের রাজনীতি আমার চেনা, মানুষের অধিকারই আমার অঙ্গীকার।” গণসংযোগে উপস্থিত ছিলেন:
রাজাপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।