×
শনিবার ● ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনায় একধিক ফেক আইডির ফেসবুক পোষ্টে বিভ্রান্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলীয় উচ্চমহল,নেয়া হয়েছে আইনী ব্যবস্থা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই পাথঘাটায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর তৈরি সাঁকো পরিদর্শনে কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসায় নতুন কমিটি: সভাপতি নাসির উদ্দিন নিলু গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় বিজ্ঞাপনে কলুষিত সাংবাদিকতা: গণমাধ্যমের সুরক্ষা সাংবাদিক জালাল উদ্দিন জুয়েলের বাবা আব্দুর রশিদ আর নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে
প্রকাশ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:৫৮:০০ পিএম
মোংলা থেকে মোঃ নূর আলমঃ:
GK_2024-09-20_66ed55fbcb411.jpg



জলবায়ু অর্থ হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। বর্তমানে অধিকাংশ জ্বালানির উৎস হলো নোংরা এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি, যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়াচ্ছে। জীবাশ্ম জ্বালানি জলবায়ুকে প্রভাবিত করছে। জি-৭ দেশগুলো বারবার দাবি করছে তারা জলবায়ু অর্থ প্রদানে প্রতিশ্রæতিবদ্ধ। কিন্ত তারা ক্রমাগতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোংলার মিঠাখালি বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ফেইজ আউট শীর্ষক বাই-সাইকেল র‌্যালি এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, মারুফ বিল্লাহ, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু প্রমূখ। বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন জলবায়ু ঋণ বাতিল করতে হবে। যুদ্ধের খরচ কমিয়ে জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে। সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। মিলিয়ন নয়, বিলিয়ন ডলারে জলবায়ু অর্থায়ন করো। পশ্চিমা দেশগুলিকে প্রতিশ্রæতি অনুয়ায়ি জলবায়ু তহবিল প্রদান করতে হবে। বাই- সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি বিরোধী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা রঙের ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝