সংবাদ শিরোনাম: |
সত্য, বস্তুনিষ্ঠ ও নির্যাতিত পীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে বরগুনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘ ১১তম বছরে সুনামের সাথে মিশে আছে দৈনিক সাগরকূল। পত্রিকাটির কর্ণধার মোঃ নেছার উদ্দিন ২০১৩ সালে ৮ অক্টোবর নিজের চেষ্টা ও নিষ্ঠা দিয়ে বরগুনা’র সংবাদপত্রের তালিকায় নতুন এ সংবাদপত্রের নাম যোগ করেন ।এইদিন দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
একঝাঁক উদ্যোমী তরুণ সাংবাদিকের নিরলস পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যে দৈনিক সাগরকূল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ব্যতিক্রমী সংবাদ পরিবেশনের কারণে পাঠকদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয় দৈনিক সাগরকূল। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়,সামাজিক ও সেবামূলক কাজ করেও দৈনিক সাগরকূল এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
দৈনিক সাগরকূল এর মহতি উদ্যোগ পাঠক ও সুধীমহলে ব্যাপক সুনাম অর্জন করে। দৈনিক সাগরকূল প্রতিদিনই ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে পাঠকের সামনে হাজির হচ্ছে। তথ্য প্রযুক্তিতেও এগিয়ে গেছে দৈনিক সাগরকূল । পত্রিকার পরিচিত বিশ্বব্যাপী ছড়িয়ে উদ্যোগী হয় দৈনিক সাগরকূল কর্তৃপক্ষ। ২০১৫ সালের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দৈনিক সাগরকূল এর অন-লাইন প্রকাশনা
www.sagorkul.com । ব্যতিক্রমধর্মী উপস্থাপনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে দৈনিক সাগরকূল পৌছে গেছে বিশ্বব্যাপী। ২০২৪ সালের ৮ অক্টোবর দৈনিক সাগরকূল পথচলার এক যুগে পদার্পন করবে। দৈনিক সাগরকূল আরো অনেকদুর এগিয়ে যেতে চাই। যুগযুগ ধরে বেচেঁ থাকতে চাই। তারই ধারবাহিকতায় মোঃ নেছার উদ্দিন এর নেতৃত্বে এক ঝাঁক সৎ ও পরিশ্রমী উদ্যোমী সংবাদ কর্মীদের প্রচেষ্টায় এগিয়ে চলছে দৈনিক সাগরকূল ।
দৈনিক সাগরকূল ডিজিটাল হয়েছে ২০১৫ সালে। যা বরগুনার সংবাদপত্রে ইতিহাসে প্রথম। দৈনিক সাগরকূল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদপত্র জগতে সব সময় প্রথম স্থান দখল করছে ব্যতিক্রমী আয়োজন যুক্ত করে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগে প্রথমবারের মতো দৈনিক সাগরকূল ই-পেপার সংযোজন করেছে। পত্রিকাজগতে প্রযুক্তির শেষ ধাপটি গ্রহণ করেছে দৈনিক সাগরকূল ।
দৈনিক সাগরকূল এর মূল প্রকাশনা www.sagorkul.com ভিজিট করলে দেখা যাবে বিশ্বের যেকোন প্রান্ত থেকে। এখানেই থেমে নেই দৈনিক সাগরকূল এর প্রচেষ্টা। বরগুনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশ ও বিদেশে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক প্রকাশ করার জন্যে www.sagorkul.com সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরী করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল।
মোবাইলেও দৈনিক সাগরকূল এর অনলাইন নিউজ পোর্টালের সর্বশেষ খবর পড়া যাবে । এক্ষেত্রে মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। আলাদা কোন ইমেজ বা সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। দৈনিক সাগরকূল পথ চলার সাথী হয়ে অনুপ্রেরণা দিতে সবার প্রতি রইল কৃতজ্ঞতা।