সংবাদ শিরোনাম: |
কলকাতা, আগরতলা ও বোম্বে বাংলাদেশ হাইকমিশনে হামলা ঘটনায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা গভীর উদ্বেগ প্রকাশ প্রকাশ করেছে।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা'র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান গণমাধ্যমে এই যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতে নিযুক্ত বিদেশি দূতাবাসের সার্বিক নিরাপত্তার দায়িত্ব সেদেশের। অথচ ভারত সরকার নিরাপত্তার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। উপরন্তু ভারতের শাসক শ্রেণির উস্কানীমূলক অপপ্রচার ও আগ্রাসী পররাষ্ট্রনীতি এধরণের অনঅভিপ্রেত কর্মকান্ডে আরও উৎসাহিত করছে। যা কুটনৈতিক শিষ্টাচার বর্জিত। এসমস্ত ঘটনায় দুই দেশের প্রতিক্রিয়াশীল শক্তিকে পুষ্ট করলেও, ক্ষতিগ্রস্ত ও বিপদে ফেলছে দুই দেশের নিরীহ মানুষদের। মনে রাখতে হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ও বন্ধুন্তপূর্ণ।প্রভুর্থমূলক আচরণ কারো জন্য ভালো ফল বয়ে আনবে না।
নেতৃবৃন্দ, এক্ষেত্রে দুই দেশের প্রগতিশীল সংগঠন ও নিপীড়িত জনগণকে ঐতিহাসিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক -সংস্কৃতির মেলবন্ধন রচনায় উদ্যোগী ভূমিকা রাখতে এগিয়ে আসার আহবান জানান।